Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দুই স্বর্নের দোকানে ডাকাতি

জগন্নাথপুর২৪ ডেস্ক::রাজধানীর সাভারে ঈদের বন্ধে একটি শপিং সেন্টারে দুটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

ডাকাতরা দোকান দুটি থেকে আড়াইশ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
শুক্রবার ভোর রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের ১২ তলা ভবনের দোতলায় পিংকী জুয়েলার্স ও দি বিসকা জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতি হওয়া ওই দুটি স্বর্ণের দোকানের লোকজন জানান, ভোর রাতে ১২ তলা ভবনের দোতলার টয়লেটের ভেনটিলেটার ভেঙে একদল ডাকাত প্রবেশ করে।

ডাকাতদল পিংকী জুয়েলার্সের গেট ভেঙে সিন্দুক থেকে দেড়শ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা এবং পাশের দি বিসকা জুয়েলার্স থেকে একশ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।

সকালে খবর পেয়ে মার্কেট কমিটি ও সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার এস আই আবুল কাসেম বলেন, স্বর্ণের দোকানে চুরি হয়েছে ডাকাতি হয় নাই।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ডাকাতি হওয়া স্বর্ণ বা এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।

এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
সুত্র: যুগান্তর

Exit mobile version