Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দোয়ারায় বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধি::
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের কানলার হাওরের ফসল রক্ষাবাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
রবিবার বেলা ১১টায় বাঁধে দাড়িয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, আব্দুন নুর (তুতি), আব্দুল হাশিম, মাও. আনোয়ারুল হক, আব্দুর রউফ, রেহান উদ্দীন, মইনুল ইসলাম, মাইন উদ্দিন, হাসীম মিয়া, ছুরত আলী, জামাল, আব্দল কাদির, আ. মতিন, সফিক মিয়া, জোবায়ের, সাদ্ধাম হোসেন, আশ্রাফ উদ্দিন, নাসির উদ্দিন, জসিম, রফিক, মোশাহিদ, খলিল, লায়েক, জোসেফ, সয়ফুল আমিন, শবদিল, এমরাজ, তাহির, আব্দুল ছালাম, তোতা হাফেজ আবুবক্কর প্রমুখ।
বক্তারা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধে সরকারি নীতিমালা মানছে না পিআইসি।
তারা সরকারি টাকা লুটপাট করার জন্য মনগড়া ভাবে ফসল রক্ষা বাঁধে মাটি ফেলছে। এক্সেভেটর মেশিন দিয়ে বাঁধের গোড়া থেকে মাটি কেটে বাঁধ নির্মাণ করছে।
উল্লেখ্য, কানলার হাওর পাড়ের নুরপুর গ্রাম থেকে আলীপুর পর্যন্ত ২৯ নং পিআইসির সভাপতি, সুরমা ইউনিয়নের ইউপি সদস্য নুরপুর গ্রামের মো. আলীনুর ও ৩০ নং পিআইসির সভাপতি আলীপুর গ্রামের আব্দুর রহিমের বাঁধের কাজে অনিয়মের বিরুদ্ধে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Exit mobile version