Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দ. সুনামগঞ্জে ১০ লাখ টাকার সরকারি ভবন বিক্রি হলো ১৪ হাজার টাকায়

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন দরপত্র ছাড়াই সাড়ে ১৪ হাজার টাকায় নিলাম দেওয়া হয়েছে। অথচ এই ভবন অন্তত ১০ লক্ষ টাকার বলে জানিয়েছেন অনেকেই। ভালভাবে প্রচার প্রচারণা চালিয়ে স্বচ্ছভাবে ভবনটি বিক্রি করা হলে অনেক বেশি টাকা পাওয়া যেত বলে মনে করেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের এই টিন সেড ভবনটিতে ৪টি কক্ষ রয়েছে। উপরে উন্নত মানের টিন ব্যবহার করা হয়েছে। গত বছর এই বিদ্যালয়ের প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয় করে চালের প্রায় স¤পূর্ণ টিন বদল করে নতুন টিন লাগিয়েছেন কর্তৃপক্ষ, তাই চালের টিন এখনও নতুন রয়েছে। এই টিনগুলো এখন বিক্রি করলে দেড় থেকে দুই লক্ষ টাকা পাওয়া যাবে বলে জানিয়েছেন এলাকাবাসী। সেই সাথে এই ভবনটিতে ৫টি স্টীলের দরজা ও ১৯টি স্টীলের জানালা রয়েছে। দরজা ও জানালাগুলো এখনও অক্ষত অবস্থায় আছে। সেই সাথে চালে ব্যবহৃত উন্নত মানের কাঠ সহ সব মিলিয়ে ভবনটিতে প্রায় ১০-১২ লক্ষ টাকা মূল্যের মালামাল আছে।
স্কুলের প্রধান শিক্ষক অশোক রঞ্জন তরপদার জানান, সোমবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রহমান এই নিলাম দিয়েছেন। নিলামে ৪-৫জন লোক অংশগ্রহণ করেছেন। এর মধ্যে বিমল দাস নামে একজনকে ১৪ হাজার ৫শত টাকায় মৌখিক ভাবে নিলাম দেওয়া হয়। তবে এই বিষয়টি স¤পূর্ণ শিক্ষা অফিসার স্যারের, এখানে আমার কিছু নাই।
এসএমসির সভাপতি আবুল হোসেন জানান, আমার সঠিক মনে নাই কত টাকায় নিলাম হয়েছে, তবে বিষয়টি শিক্ষা অফিসার ভাল বলতে পারবেন। তবে নিলামে আমি উপস্থিত ছিলাম।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান বলেন, আজ নিলাম দেওয়া হয়েছে, নিলামে ৪ জন অংশগ্রহণ করেছেন, এর মধ্যে সর্বোচ্চ দরদাতাকে আমরা মনোনিত করেছি কিন্তু এখনও ফাইনাল করি নাই। তিনি বলেন, ১৪ হাজার ৫শত টাকায় নিলাম দেওয়া হয়েছে। এ প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা পত্র-পত্রিকায় ও এলাকায় মাইকিং করে বিজ্ঞপ্তি দেই নাই। আমার অফিসের নোটিস বোর্ডে ও স্থানীয় ইউনিয়ন পরিষদে বিজ্ঞপ্তি দিয়েছি।

Exit mobile version