Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ধর্মপাশায় সংঘর্ষে প্রভাষক নিহত

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বাড়ির সীমানা নির্ধারণ সংক্রান্ত বিরোধ ও পারিবারিক শত্রুতার জের ধরে আবু তৌহিদ জুয়েল (৪০) নামের এক প্রভাষক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তিনি সেলবরষ ইউনিয়নের কায়িয়াম গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে ও জামালগঞ্জ ডিগ্রি কলেজের ইতিহাস বিষয়ের প্রভাষক। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে প্রভাষকের নিজ বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ওই দিন বিকেলে আ. রাজ্জাক ও তার ভাই হেলিমকে আটক করেছে পুলিশ।
জানা যায়, একই গ্রামের আ. খালেকের ছেলে আ. রাজ্জাকের সাথে আবু তৌহিদ জুয়েলের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নির্ধারণ ও পারিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার সকালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আবু তৌহিদ জুয়েল গুরুতর আহত হলে বেলা ১২টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মো. শফিকুজ্জামান জানান, জমি সংক্রান্ত বিরোধ ও পারিবারিক শত্রুতার জেরে আবু তৌহিদ জুয়েলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

Exit mobile version