Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

রাকিল হোসেন নবীগঞ্জ (হবিগঞ্জ) :“জল আছে যেখানে, মাছ চাষ সেখানে” এই প্রতিপ্রাদ্য কে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ পালিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় নবীগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ‘র সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহ উদ্বোধন করে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাদেক হোসেন, প্রেস ক্লাবের অফিস সম্পাদক মতিউর রহমান মুন্না। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ইমাম আব্দুল করিম, গীতা পাঠ করেন নিতেশ রায়।

প্রথমে র‌্যালীটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে চত্বর ঘুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, শিক্ষক, মৎস্যচাষীসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version