Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নলুয়ার হাওরের জলাবদ্ধতা নিরসনে খাল খননের উদ্যোগ গ্রহণ

বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বৃহৎ হাওর নলুয়ার হাওরের জলাবদ্ধতা নিরসনে হাওরের সব ক’টি স্লুুইস গেটগুলো সংস্কার ও দুটি খাল খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নলুয়ার হাওরপাড়ের কৃষক ও পাউবো সূত্র জানায়, গত কয়েকবছর ধরে নলুয়ার হাওরের কৃষকরা জলাবদ্ধতার সংকটে সময়মতো বোরো আবাদ করতে পারছেন না। কৃষকরা জলাবদ্ধতা নিরসনে আমআমি ও মরণখালি খাল খনন ও আমআমি, ভুরাখালি ও মরণখালিতে পাউবোর দীর্ঘদিনের পুরোনো স্লুুুইসগেটগুলো সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। এ সংক্রান্ত সংবাদ বভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।

সম্প্রতি সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের এসও তোফাজ্জুল হোসেন নলুয়ার হাওরের স্লুইস গেট ও খালগুলো সরেজমিনে ঘুরে দেখে কৃষকদেরকে খালখনন ও স্লুইস গেট সংস্কারের আশ্বাস দিয়েছেন।

নলুয়ার হাওরেপাড়ের বাসিন্দা হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সিদ্দেকুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নলুয়ার হাওর জেলার অন্যতম বৃহৎ হাওর হিসেবে বোরো আবাদের জন্য পরিচিত। ওই হাওরের ফসল উত্তোলন করা গেলে দেশের খাদ্য ঘাটতি রোধে ভুমিকা রাখা যায়। হাওরটি নানা সমস্যায় জর্জরিত। এসব সমস্যার মধ্যে অন্যতম প্রতি বছর কৃষকরা পানি নিস্কাশনের পথ না থাকায় জলাবদ্ধতা সংকটে ভুগেন। দ্রুত খাল খনন ও জলকপাট সংস্কারের উদ্যোগ নেয়া দরকার।

চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া বলেন,নলুয়ার হাওরের জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও জলকপাট সংস্কার করার এখনই উপযুক্ত সময়। আমরা হাওরকে রক্ষায় বেড়িবাঁধের পাশাপাশি এসব কাজ দ্রুত করার দাবি জানাই।

পানি উন্নয়ন বোর্ডের এস.ও তোফাজ্জল হোসেন বলেন, কর্তৃপক্ষের নিদের্শে নলুয়ার হাওরে জলাবদ্ধতার প্রতিবন্ধকতাসৃষ্টিকারী খাল ও জলকপাটগুলো সরেজমিনে দেখেছি। প্রতিবেদন দেয়ার পর অর্থবরাদ্দ প্রাপ্তির পর কাজ শুরু হবে।

পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নলুয়ার হাওরের জলাবদ্ধতা সংসট স্থায়ী সমাধানে আমরা তিনটি জলকপাট ও দুটি খাল খননের উদ্যোগ নিয়েছে। আমাদের কর্মকর্তারা মাঠে রয়েছেন। সরেজমিন দেখে প্রাক্কলন তৈরী করে দিলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Exit mobile version