Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের ২৫ জানুয়ারি শতবর্ষ উদযাপনে বাধা নেই, মামলা খারিজ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ কর্মসূচির কার্যক্রম স্থিতাবস্থা বজায় রাখতে নিদের্শনা বাতিল করে বাদীর মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ
সুনামগঞ্জের যুগ্ম জেলা জজ ২য় আদালতে শুনানি শেষে মামলা খারিজ করে দেয় হয়। ফলে ২৫ জানুয়ারি শতবর্ষ উৎসব উদযাপনে আর কোন বাধা রইল না।

জানা গেছে, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব উদযাপনের জন্য আগামী ২৫ জানুয়ারি শতবর্ষ উদযাপন কর্মসূচি গ্রহণ করা হয়।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আ ফ ম জিয়াউল হোসেন বাদি হয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি শতবর্ষ উদযাপন পরিষদ ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে একটি স্বত্ব মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয় ১৯২৬ ইংরেজি সনে প্রতিষ্ঠিত হয়। কিন্তু ১৯৮০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের সামনে গেইটে বিদ্যালয় প্রতিষ্ঠার সন ১৯১৯ লেখা রয়েছে।
তিনি মামলার এজাহারে  উল্লেখ করেন প্রয়াত জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে প্রকাশিত স্মৃতি ও প্রতিতী নামে প্রকাশিত বইয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল ১৯২৬ ইং লেখা রয়েছে উল্লেখ করে মামলা দায়ের করলে গত বুধবার
আদালত মামলা গ্রহণ করে শতবর্ষ উৎসব উদযাপন স্থগিত রাখতে নিদর্শনা দিয়েছেন। এর বিরুদ্ধে একই আদালতে আপীল করলে আদালত আজ এ  মামলা খারিজ করে দেন।

 

Exit mobile version