Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পাকিস্তানে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ১২৩

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: পাকিস্তানে একটি তেলের ট্যাংকার বিস্ফোরিত হয়ে ১২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৭৫ জন।

রোববার সকালে দেশটির বাহাওয়ালপুর জেলায় এ ট্যাংকার বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জেলা প্রশাসক রানা মোহাম্মদ সালিম আবদুলের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, রোববার সকালে এ ঘটনায় অন্তত ১২৩ জনের মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছে আরও অন্তত ৭৫ জন।

স্থানীয়দের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, অতিরিক্ত গতির কারণে ওই ট্যাংকার উল্টে গেলে তেল চুইয়ে পড়া শুরু করে। সেই তেল সংগ্রহ করতে সেখানে জড়ো হয়েছিলেন বহু মানুষ। আর তখনই কোনোভাবে আগুন লেগে ট্যাংকারে বিস্ফোরণ ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, ট্যাংকার উল্টে যাওয়ার সময় আশেপাশে বেশ কয়েকজন ধূমপান করছিলেন। তাদের ছুড়ে ফেলা সিগারেট থেকেই ট্যাংকারে আগুন ধরে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version