Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পেকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়ায় পুলিশকে গনপিটুনি

জগন্নাথপুর২৪ ডেস্ক:মানিকগঞ্জের সিংগাইরে হাতেম আলী (২০) নামে এক যুবকের পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে টাকা নেয়ার সময় সিংগাইর থানার এএসআই মো. মানিকুজ্জামান মানিককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের ছোট কালিয়াকৈর নতুন বাজারে এ ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ওবায়দুর রহমান বলেন, এক পুলিশ সদস্যকে সঙ্গে করে থানার এএসআই মো. মানিকুজ্জামান মানিক আমাদের এলাকার বিরবলের ছেলে হাতেম আলীর পকেটে দুটি ইয়াবা ঢুকিয়ে টাকা দাবি করে।

এরপর দুজনকে জোর করে সাক্ষী বানিয়ে তার হাতে হ্যান্ডকাফ পরিয়ে মারধর শুরু করেন। এ সময় স্থানীয়রা ওই শ্রমিকের পক্ষে পুলিশকে ছেড়ে দেয়ার জন্য বারবার অনুরোধ করেন।

পুলিশ উত্তেজিত হয়ে একপর্যায়ে হাতেমকে থানায় নেয়ার জন্য মোটরসাইকেলে তোলেন। এতে উত্তেজিত জনতা এএসআইকে গণধোলাই দেয়। এরপর থানার ওসি ওই এএসআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এমন আশ্বাসে তাকে উদ্ধার করে নিয়ে ইউপি চেয়ারম্যানের কাছে যায়।
বলধারা ইউপি চেয়ারম্যান আবদুল মাজেদ খান বলেন, এ ছেলেটি অত্যন্ত ভালো এবং নিরীহ প্রকৃতির। কখনো নেশা পান করে না। অথচ পুলিশ তার পকেটে ইয়াবা ঢুকিয়ে দেয়াটা মোটেই ঠিক করেনি। পরে বিষয়টি মীমাংসা করে দিয়েছি।

এএসআই মানিকুজ্জামান বলেন, সোর্সের সঙ্গে ওই ছেলেটির কয়েক দিন আগে মারামারি হয়েছিল। সেই সোর্সের ভুল তথ্যের কারণে বিষয়টি ভুল-বোঝাবুঝি হয়েছিল। চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে তা মিটমাট হয়ে গেছে।
সুত্র যুগান্তর

Exit mobile version