Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পৌরসভা নির্বাচনের প্রথম ধাপে ভোট ইভিএমে

জগন্নাথপুর২৪ ডেস্ক::

প্রথম ধাপে সব পৌরসভা নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। তিনি বলেছেন, আগামী ২৭ বা ২৮ ডিসেম্বর ভোট হবে। আগামী রবিবার বা সোমবার ঘোষণা করা হবে এ নির্বাচনের তফসিল।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, পৌরসভার প্রথম ধাপের নির্বাচন ২৭ থেকে ২৯ তারিখে করার জন্য নথি উপস্থাপন করা হয়েছে। কমিশন থেকে অনুমোদন দিলেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে আমাদের আগামী সোমবারের (২৩ নভেম্বর) মধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা করতেই হবে।

জানা গেছে, প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ভোট করার জন্য কমিশনে নথি উপস্থাপন করা হয়। সেখানে ২৫ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করার কথা উল্লেখ করা হয়। সে কারণে চলতি সপ্তাহের প্রথম দিকেই নথি উপস্থাপন করা হয়।
গতকালও (বুধবার) তফসিল ঘোষণা করার জন্য প্রস্তুত ছিল ইসি সচিবালয়। তবে কমিশন থেকে অনুমোদন হয়ে না আসায় তা করা হয়নি।
সুত্র-কালের কণ্ঠ

Exit mobile version