Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রতিবাদ সমাবেশে যাওয়ায় দু’জনের চুল কাটলেন এমপি সমর্থকরা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: পিরোজপুরের মঠবাড়িয়ার সাংবদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলার প্রতিবাদে সমাবেশে যোগ দেয়ায় স্কুলছাত্রসহ দুই কিশোরকে মারধর করে চুল কেটে দিয়েছে এমপির সমর্থকরা।

সমবেশ শেষে ফেরার পথে সোমবার সন্ধ্যায় কাটাখালী বাজার সংলগ্ন সড়কে এমপির সমর্থকরা ফেরদৌস তালুকদার (১৫) ও কিশোর মিরাজকে (১৫) দফায় দফায় মারধর করে চুল কেটে দেয়।

এ ঘটনায় এলাকায় ক্ষেভের সৃষ্টি হয়েছে।

ফেরদৌস উপজেলার বড় শৌলা গ্রামের মো. মানিক তালুকদারের ছেলে স্থানীয় মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ও মিরাজ উত্তর মিরুখালী গ্রামের মো. আলতাফ হাওলাদারের ছেলে।

তারা জানায়, এমপির দায়ের করা মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে সোমবার ফেরদৌস ও মিরাজ সমবেশে যোগ দেয়। সন্ধ্যায় ফেরার পথে কাটাখালী বাজার সংলগ্ন সড়কে তাদের আটকিয়ে এমপির সমর্থক লাভলু তালুকদার, মামুন, মহিবুল্লাহ ও বেল্লাল মারধর করে মাথার চুল কেটে দেয়।

লাভলু তালুকদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, লেখাপড়া না করায় আমি তাকে শাসিয়েছি।

মঠবাড়িয়া থানার ও মো. তরিকুল ইসলাম জানান, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে জড়িতদের ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, মঠবাড়িয়া আসনের এমপি ডা. রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ফেসবুকে শেয়ার দিয়ে কমেন্টস করেন দৈনিক সকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে এমপির প্রতিষ্ঠিত ডা. রুস্তম আলী ফরাজী কলেজের প্রভাষক মো. ফারুক হোসেন বাদী হয়ে সাংবাদিক হেলালের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন।

Exit mobile version