Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রথম জেএসপিএল চ্যাম্পিয়ান রয়েল চ্যালেঞ্জার্স বাসুদেববাড়ী

স্পোর্টস ডেক্স :: জগন্নাথপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত “ জগন্নাথপুর সুপার প্রিমিয়ার লীগ” এ চ্যাম্পিয়ান হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বাসুদেববাড়ী (আরসিবি)। শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে তারা রাজপুত লায়ন্স ক্লাবকে ৯৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে।
স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টসে জিতে আরসিবি ময়ূক ভট্টাচার্যের বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। ময়ূক ১১৮ রানে অপরাজিত থাকেন।  রাজপুত লায়ন্স’এর আসাদ আহমদ লাল ২ ও তোফায়েল আহমদ ১ উইকেট লাভ করেন।
জবাবে ১৯২ রানে লক্ষ্যে খেলতে নেমে রয়েল চ্যালেঞ্জার্স বাসুদেববাড়ী’র বোলার রাজীব দাসের দূর্দান্ত বোলিংয়ে রাজপুত লায়ন্স ৯ ওভারে ৯৮ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে রাজীব চৌধুরী টিটু সর্বোচ্চ ৩৬ রান করেন। আরসিবি বোলার রাজীব দাস ৪ উইকেট লাভ করেন।
রয়েল চ্যালেঞ্জার্স বাসুদেববাড়ী (আরসিবি) এর  ময়ূক ভট্টাচার্য টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান এবং সায়েখ আহমদ টুর্নামেন্ট সেরা বোলার নির্বাচিত হন।
খেলা শেষে পুরুস্কার বিতরণ কালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক সমকাল প্রতিনিধি তাজউদ্দিন আহমদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, জগন্নাথপুর বাজার তদারকি কমিটির সভাপতি সাবেক কৃতি ফুটবলার জাহির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কাজল বনিক, পার্থ বনিক, সাবেক ক্রিকেটার বিরাজ দাস, অরূপ সরকার, রাজন দাস, দুলাল দাস, অসীম গোপ, মিঠুন বনিক এবং জগন্নাথপুর সুপার প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট কমিটির সভাপতি সুদীপ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পার্থ সারথী পাল প্রমুখ। বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন।

Exit mobile version