স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যাগ নিয়ে দিনব্যাপী এক কর্মশালা আজ বুধবার উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালার ভারচুয়াল উদ্ধোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি অনুপম দাস অনুপের সঞ্চালনায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম,পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলিছ মিয়া,আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর,এলজিইডির উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ,কে এম মখলেছুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগামার আশীষ চক্রবর্তী প্রমুখ