Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক: রাজনৈতিক নেতাদের সম্মানে দেওয়া ইফতারে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দাওয়াত দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এটি বাংলাদেশের রাজনীতির জন্য একটি শুভ লক্ষন হিসেবে মনে করেছেন রাজনীতিবীদেরা। আগামী ২১ জুন রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এই ইফতার অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ, আসাদুল করিম ও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ইফতারের আমন্ত্রণপত্র পৌঁছে দেন। বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ বলেন, ২১ জুন রাজনৈতিক নেতাদের সম্মানে ইফতারের আয়োজন করবে বিএনপি। ওই ইফতারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।
পরে রিপন সাংবাদিকদের বলেন, প্রতিবছরের মতো দেশের অন্যতম বৃহৎ দল বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সন্মানে এবারো ইফতার পার্টি দেবেন। দেশের অন্য আরেকটি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতা আওয়ামী লীগের সভানেত্রীকে আমন্ত্রণ জানাতে আমরা এসেছি। এটা শুধু দাওয়াত দেয়ার জন্য আসা নয়, উনার আগমন প্রত্যাশা করি বলেই বিএনপির মুখপাত্র হিসেবে আমি ম্যাডামের আমন্ত্রণ কার্ড নিয়ে এসেছি। আমরা আশা করি, এরকম সামাজিক অনুষ্ঠানে রাজনীতিবিদদের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা জনগণের কাছে যাবে। এর মধ্য দিয়ে রাজনীতিতে সম্প্রীতি আরও এক ধাপ এগোবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের সবচেয়ে বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে দীর্ঘদিন মুখোমুখি সাক্ষাৎ বা কথাবার্তা না হলেও ঈদে শুভেচ্ছা কার্ড ও রোজার সময়ে পরস্পরকে ইফতারের আমন্ত্রন জানিয়ে থাকেন তারা।

Exit mobile version