Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রাণোচ্ছল কথাবার্তায় আকর্ষণীয় হয়ে উঠতে চাইলে…

অনলাইন ডেস্ক::

আপনার আশপাশে এমন বহু মানুষ রয়েছে, যাদের সঙ্গে আপনার দেখা হলেও তেমন কোনো যোগাযোগ নেই। আর এ পরিস্থিতি পাল্টাতে পারে তার সঙ্গে কিছুটা আন্তরিক কথাবার্তা। কিন্তু কিভাবে এ কথাবার্তা এগোবে? এ বিষয়ে কিছু পরামর্শ থাকল এ লেখায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
১. একটি সাধারণ বিষয়ে আগ্রহ
আপনার আশপাশের কারো কি এমন একটি বিষয়ে আগ্রহ রয়েছে, যা আপনারও আগ্রহের বিষয়? যদি তেমন কোনো আগ্রহের বিষয় পাওয়া যায় তাহলে আর কোনো চিন্তা নেই। সেই বিষয়েই আপনারা কথাবার্তা চালিয়ে নিতে পারবেন। করতে পারবেন বন্ধুত্ব। তাই প্রথম কাজ হলো সেই আগ্রহের বিষয়টি খুঁজে বের করা।
২. বন্ধুবৎসল, খোলা মনের ও ভদ্র হোন
ভালো আচরণ শেখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যদি ভালো আচরণ রপ্ত করা থাকে তাহলে বন্ধুর অভাব হবে না। আর আপনি যদি বন্ধুবৎসল, খোলা মনের ও ভদ্র হতে পারেন তাহলে অন্য মানুষও আপনার সঙ্গে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে এগিয়ে আসবে।
৩. অতিরিক্ত চিন্তা নয়
কোনো একটি বিষয়ে আপনার যদি অতিরিক্ত চিন্তা করার অভ্যাস থাকে তাহলে তা ত্যাগ করুন। কারণ অন্য কারো সঙ্গে আলোচনাতেও আপনি এ আচরণের প্রকাশ করতে পারেন। আর এতে আপনাকে অনেকেই একঘেয়ে বা বিরক্তিকর বলে মনে করতে পারেন।

Exit mobile version