Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফোক সম্রাজ্ঞী মমতাজের কন্ঠে আসছে প্রাচীন লোকগানের অ্যালবাম

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: প্রাচীন লোকগানের অ্যালবাম তৈরি করছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো প্রাচীন লোকগানের পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে মমতাজ বলেন, ‘ফোকগানের শিল্পী হিসেবেই সবাই আমাকে চেনেন। ইতোমধ্যে শ্রোতারা আমার কণ্ঠে একটি-দুটি প্রাচীন লোকগান শুনেছেন। তাছাড়া বিভিন্ন অ্যালবামেও মাঝেমধ্যে আমি লোকগান গেয়েছি। তবে পূর্ণাঙ্গভাবে প্রাচীন লোকগানের অ্যালবাম এবারই প্রথম করতে যাচ্ছি। বেশ কিছুদিন ধরেই পরবর্তী অ্যালবাম নিয়ে পরিকল্পনা করছিলাম। সবশেষে ভেবে দেখলাম, প্রাচীন লোকগানের অ্যালবাম করলে মন্দ হয় না।’ মমতাজ আরো বলেন, ‘প্রচীন লোকগানের কথা চিন্তা করেই অ্যালবামটি করছি। এতে পুরনো বাউল-সাধকদের গান রাখা হবে। সে ক্ষেত্রে প্রচলিত-অপ্রচলিত দুই ধরনের গানই রাখব।’
এদিকে প্রাচীন লোকগানের পাশাপাশি মমতাজ আরেকটি অ্যালবামের কাজ শুরু করতে যাচ্ছেন। পাঁচমিশালি গান দিয়ে অ্যালবামটি সাজানো হবে। পাশাপাশি এতে একটি করে নজরুল ও রবীন্দ্রসঙ্গীতও রাখা হবে। এ প্রসঙ্গে মমতাজ বলেন, ‘প্রাচীন লোকগানের অ্যালবামের কাজটি কিছুদিনের মধ্যেই শুরু করব। গানগুলো নির্বাচন করে কণ্ঠে তুলতে সময়ের প্রয়োজন আছে। তাই এটি শেষ হতে কিছুটা বিলম্ব হবে। এর পাশাপাশি অন্য একটি অ্যালবামের কাজও শুরু করার পরিকল্পনা রয়েছে। এতে বিভিন্ন ধারার গান রাখব। তবে আশা করছি, চলতি বছরের মধ্যেই অ্যালবাম দুটির কাজ শেষ করতে পারব।’
অন্যদিকে কিছুদিন আগে মমতাজের একক অ্যালবাম ‘মাঝি’ প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে এ অ্যালবামের গান শ্রোতামহলে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। খুব শিগগিরই ‘মাঝি’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মমতাজ। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই অ্যালবামটি প্রকাশ হয়েছে। তারপরও অ্যালবামটি শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে। বিশেষ করে, ‘মাঝি’ গানটি নিয়ে সবচেয়ে বেশি সাড়া পেয়েছি। তাই এ গানটির ভিডিও নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছি। এরপর আরো কয়েকটি গানের ভিডিও তৈরি করার ইচ্ছে আছে।’
মমতাজ ১১ মার্চ সরকারি সফরে জাপান গেছেন। আগামী ২০ মার্চ দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

Exit mobile version