Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বগুড়ায় বিশ্ব ইজতেমা শুরু

????????????????????????????????????

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বৃহস্পতিবার বাদ ফজর থেকে বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকায় প্রথমবারের মতো তিনদিনব্যাপী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। ৪৫ বিঘা জমিতে বিশাল প্যান্ডেলে এরইমধ্যে অনেক দেশি-বিদেশি মুসুল্লি পৌছেঁছেন। তাবলীগের নীতি নির্ধারণী সুরা সদস্যদের অন্যতম মারকাজ মসজিদের খতিব মুফতি মাওলানা মশিউর রহমান জানান, বগুড়ায় প্রথমবারের মতো এত বড় আয়োজন। এখানে মুসুল্লিদের সুবিধার্থে ২৬ ভাগে ভাগ করা হয়েছে। তিনি জানান, শুধু দেশের বিভিন্ন জেলার নয়; কানাডা, আমেরিকা, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, অস্ট্রেলিয়াসহ অনেক দেশ থেকেও ধর্মপ্রাণ মুসুল্লিরা আসছেন। মেহমানদের চিকিৎসা সেবায় দুটি চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হয়েছে। আইন-শৃংখলা রক্ষায় প্রশাসন কাজ করছে। মুফতি মাওলানা মশিউর রহমান বলেন, ইজতেমায় ইসলামের সুমহান বাণী, তাওহীদ তথা একত্ববাদের দাওয়াত পৌঁছে দেওয়া ও দ্বীন সম্পর্কে সবাইকে জানানোই হচ্ছে তাবলীগের প্রধান কাজ। সেই লক্ষ্যকে সামনে রেখেই এই আয়োজন। তিনি আশা করছেন, ১০ লক্ষাধিক মুসল্লি এতে অংশ নেবেন। ২৬ নভেম্বর শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা। –

Exit mobile version