Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাংলাদেশীদের প্রায় ১৩ লাখ ভিসা দিয়েছে ভারত

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: গত বছরের তুলনায় এ বছর বাংলাদেশীদের জন্য তিন লাখের বেশি ভিসা বেশি দিয়েছে ভারত। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ বলে পরিচিত লোকসভায় মঙ্গলবার এ বিষয়টি অবহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু। তিনি লিখিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, গত বছর বংলাদেশীদের ভিসা দেয়া হয়েছিল মোট ৯ লাখ ৩৩ হাজার। আর এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৮৯ হাজার। অন্যদিকে পাকিস্তানি নাগরিকদের ভিসা নাটকীয়ভাবে কমানো হয়েছে। এ বছর এ পর্যন্ত পাকিস্তানিদেরকে দেয়া হয়েছে মাত্র ৩৪ হাজার ৪৪৫টি ভিসা।
বিভিন্ন ক্যাটেগরিতে এসব ভিসা দেয়া হয়েছে। আগের বছর এ সংখ্যা ছিল ৫২ হাজার ৫২৫। উল্লেখ্য, ভারতে বেশ কতগুলো সন্ত্রাসী হামলার পর এ দুটি দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। তারই ধারাবাহিকতায় ইসলামাবাদে আয়োজিত সার্ক শীর্ষ সম্মেলন বাতিল হয়ে যায়। ওই উত্তেজনার কারণে, পাকিস্তানিদের দেয়া ভিসার সংখ্যা কমে গেছে বলে ধারণা করা হয়।

Exit mobile version