Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাংলাদেশ থেকে জনশক্তি নিতে চায় কাতার

স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশে নবনিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মেদ আল-দেহাইমি এ আগ্রহের কথা জানান। ২০২২ সালে কাতার ফুটবল বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রেক্ষিতে কাতারের রাষ্ট্রদূত বলেন, শুধু ২০২২ সালের বিশ্বকাপ নয়, বাংলাদেশের লক্ষ্যমাত্রা ২০২১ এর মতো কাতারেরও লক্ষ্যমাত্রা ২০৩০ রয়েছে। আমাদের এই লক্ষ্যমাত্রা অর্জনে লোকবল দরকার। আগামী ১০ দিনের মধ্যে কাতারের শ্রম মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবেন বলেও জানান রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। বাংলাদেশ ও কাতারের সুসম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কাতার ও বাংলাদেশ দুই ভাতৃপ্রতিম রাষ্ট্র ধর্মীয় ও ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ। বাংলাদেশ ও কাতারের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র তৈরির ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশ এলএনজি টার্মিনাল নির্মাণ করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী কাতার থেকে এলএনজি (তরলকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করতে আগ্রহ প্রকাশ করেন।

Exit mobile version