বাংলা ভাষা
মোঃ সায়েকুল হক সায়েক
বাংলা আমার প্রানের ভাষা
বাংলা আমার মান।
বাংলা ভাষার জন্য দিলো
অনেক লোকে প্রাণ।
৪৮ সালে ঢাকার কার্জন হলে
জিন্নাহ করলো ঘোষনা।
রাষ্ট্র ভাষা উর্দু হবে
অন্য কোন ভাষা না।
হল ভর্তি ছাত্র আওয়াজ দিলো
না না আমরা মানিনা মানবো না।
ছাএদের দাবী মুখে
পাকিস্তানিরা কিছু দিন
কোন কথাই বললো না।
৫২ সালে পাকিস্তানিরা আবার করলো ঘোষনা।
রাষ্ট্র ভাষা উর্দুই হবে অন্য কোন ভাষা না।
এবার জাগলো ছাত্র জনতা মানি না মানবো না।
ছাত্র জনতা ঐক্যবদ্ধ হতে ঢাকায় সভা করলো ঘোষনা
পাকিস্তানিরা ১৪৪ধারা জারি করলো সভা, সমাবেশ, মিটিং, মিছিল চলবে না।
পূর্ব পাকিস্তানের ছাএ জনতাঐক্যবদ্ধ হয়ে করলো সবাই ঘোষণা।
১৪৪ধারা ভঙ্গ করে ভাষায় জন্য মিছিল করবে তারা কোনই বাধা মানবে না।
৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ১৪৪ধারা ভঙ্গ করে ঢাকায় ছাত্র জনতা মিছিল নিয়ে যখন হয় আগুয়ান।
পশ্চিম পাকিস্তানিদের নির্দেশে তখন তাহাদের উপর চালানো হয় বুলেট আর কামান।
শহীদ হলেন সালাম, রফিক, জব্বার, বরকত
আরও গেল কত লোকের প্রান।
তাহাদের রক্তে বিনিময়ে আমরা পেলাম, বাংলা ভাষা রাষ্ট্র ভাষার সম্মান।