Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাজেটে ‘শিশুদের নিয়ে আলাদা অধ্যায় থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী

স্টাফ রিপোটার:: আসন্ন ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেটে ‘শিশুদের নিয়ে আলাদা অধ্যায় থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে, বাজেটে শিশুদের জন্য বরাদ্দ করা অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না- তা মনিটরিং করতেও বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন তিনি। বুধবার বিকেলে অর্থমন্ত্রণালয়ে শিশু অধিকার সংক্রান্ত পার্লামেন্টারি ককাসের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন তিনি।
পার্লামেন্টোরি ককাসের প্রধান ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি প্রতিনিধি দলে নেতৃত্ব দেন। প্রতিনিধি দল বাজেটে শিশুদের অধিকার নিশ্চিত সংক্রান্ত ৫ দফা সুপারিশ অর্থমন্ত্রীর কাছে উপস্থাপন করে। বৈঠকে বাজেট প্রণয়নে শিশুরা কী ধরনের বাজেট চায়, সে বিষয়ে তাদের মতামত নেওয়ার আহ্বান জানানো হয়।
অর্থমন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরের বাজেট বক্তৃতায় আমি পরবর্তী বাজেটে শিশুদের জন্য আলাদা বাজেট প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল। বাজেট যেভাবে প্রণয়ন করতে হয়, সেভাবে তারা করতে পারেনি। ফলে যে ভাবে শিশু বাজেট প্রণয়নের ইচ্ছা ছিল সেভাবে করা সম্ভব হবে না হয়তো। তবে আগামী বাজেটে শিশুদের জন্য আলাদা কিছু থাকবে।’

Exit mobile version