Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিদ্যুৎ বিহীন জগন্নাথপুরে চলছে স্বস্থির বৃষ্টি, কৃষকরা আনন্দিত

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে বৃষ্টির দেখা মিলেছে তাই কৃষকরা আনন্দিত। গত কয়েকদিন ধরে কৃষকরা বৃষ্টির জন্য প্রাথর্না চালিয়ে যাচ্ছেন। এ উপজেলার কৃষকরা একমাত্র বোরো ফসলের ওপর নিভর্রশীল। তাই বোরো ফসলের ফলন বের হওয়ার ওই সময়ে বৃষ্টির খুব প্রয়োজন কারণ বৃষ্টি হলে ফলন দ্রুত বের হবে। তাই কৃষকরা বৃষ্টির জন্য অপেক্ষার প্রহর গুনছিলেন। গত কয়েকদিন আগে সামান্য বৃষ্টি হলে কৃষকদের মধ্যে কিছুটা স্বস্থি দেখা দেয়। তবে কাঙ্কিত বৃষ্টি না হওয়ায় কৃষকরা আরো বৃষ্টির অপেক্ষা করছিলেন। হঠাৎ করে রাত সাড়ে বারটায় দেখা দেয় কাঙ্কিত সেই বৃষ্টি। তবে বৃষ্টি আসার সাথে সাথে জগন্নাথপুরের বিদ্যুৎ চলে গেছে। বৃষ্ঠি ও অন্ধকারের মধ্যে রাত কাটাচ্ছেন জগন্নাথপুরবাসী। এনিয়ে কারো কোন দুঃখ নেই। সবার একটাই চাওয়া বোরো ফসল যাতে ভালো মতো গোলায় তুলতে পারেন। আবার অতিরিক্ত বৃষ্টি হলে হাওররক্ষা বাঁধের ক্ষতি হতে পারে এ আশঙ্কায় চিন্তিত আছেন কৃষকরা। কারণ এ বছর এখনও হাওর রক্ষা বেড়িবাঁধের কাজ যথাযথভাবে শেষ হয়নি। নলুয়ার হাওরপাড়ের কৃষক রফিক মিয়া বলেন, এই মুহুতে বৃষ্টি খুব প্রয়োজন ছিল ফসলের জন্য। আশা করি আজকের বৃষ্টি ফসলের উপকার করবে। তবে তিনি হাওররক্ষা বাঁধ নিয়ে শঙ্কায় আছেন বলে জানান। রফিক মিয়াসহ কৃষকদের মহান সৃষ্টিকতার ওপর ভরসা করে এবার বোরো ফসল ঘরে তুলতে অপেক্ষায় আছেন জানিয়ে বলেন,আর কয়েকদিন পরই শুরু হয়ে যাবে ধানকাটা।

Exit mobile version