Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় ভাষা শহীদদের স্মরণ করলেন বৃটেন প্রবাসী বাঙালিরা

আমিনুল হক ওয়েছ::লন্ডনে বিনম্র শুদ্ধা আর ভালবাসার মধ্যদিয়ে বৃটেন প্রবাসী বাঙালিরা স্মরণ করলেন একুশের ভাষা শহীদদের । বাঙালির গৌরবের স্মারক অমর একুশের প্রথম প্রহরে ইষ্ট লন্ডনের আলতাব আলী পার্কে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতির শ্রেষ্ট সন্তানদের।রাত ১২টার পর পরই ফুলে ফুলে ভরে উঠে শহীদ মিনার। প্রচন্ড ঠান্ডা উপক্ষে করে শত শত মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসার ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ ইষ্টলন্ডনের মিনার।
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান লন্ডন নিযুক্ত বাংলাদেশর হাই কমিশনার আব্দুল হান্নান ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, স্পীকার কাউন্সিলার রাজিব আহমদ, এরপর যুক্তরাজ্য আওয়ামীলীগেরর পক্ষে সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুকসহ দলীয় নেতাকর্মীরা।
যুক্তরাজ্য বিএনপির পক্ষে সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদসহ দলীয় নেতাকর্মীরা। এর পর একে একে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ খেকে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরন করেন বৃটেনে প্রবাসী বাঙ্গালীরা। লন্ডন ছাড়াও ওল্ডহ্যাম,বারমিংহ্যাম, মানচেষ্টার, কারডিফ, লডিস, লুটন, ইপসুইস সহ বৃটেনের বিভিসন্ন শহরে বসবাসরত প্রবাসী বাঙ্গালীরা শহীদ বেদীতে ফুলদিয়ে জাতির শ্রেষ্ট সন্তানদের স্মরন করেন।

Exit mobile version