Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিশ্বকাপে বাংলাদেশের পরাজয় সইতে না পেরে পরপারে চলে গেলেন ক্রিকেট ভক্ত উজির

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের পরাজয়ের ধাক্কা সামলাতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন এক ব্যক্তি। তার নাম উজির আলী (৪৫)। তার বাড়ি নাটোরের লালপুর উপজেলার কেশবপুর গ্রামে। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ-ভারত খেলা শেষ হওয়ার পরপর ঘটনাটি ঘটে।
মৃতের ছোট ভাই বখতিয়ার হোসেন জানান, পেশায় রাজমিস্ত্রি উজির আলী খেলাপাগল ছিলেন। বাংলাদেশ ফুটবল ও ক্রিকেট দলের খেলা নিয়মিত দেখতেন। গতকালও ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখছিলেন তিনি। কিন্তু বাংলাদেশের পরাজয় অনুমান করতে পারার পর থেকে ঘরের মধ্যে পায়চারি শুরু করেন তিনি। বাংলাদেশের শেষ উইকেট পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বুক চাপড়ে আর্তনাদ করতে থাকেন। একপর্যায়ে মেঝেতে পড়ে যান তিনি।
পরিবারের লোকজন উজির আলীকে তড়িঘড়ি করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শত শত ক্রিকেট ভক্ত তাকে দেখার জন্য ছুটে আসেন।

Exit mobile version