Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিশ্বনাথে স্ত্রী হত্যা: স্বামীর বিরুদ্ধে মামলা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: সিলেটের বিশ্বনাথ উপজেলায় দুই সন্তানের জননী গৃহবধু লুবনা বেগমকে হত্যার দায়ে তার স্বামী হেলাল মিয়ার ‍বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে লুবনার বড় ভাই উপজেলার দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত ওয়াহিদ আলীর পুত্র কামরুল হুদা (৪২) বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা নং-১৪।

মামলা দায়েরর সত্যতা নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, পলাতক ঘাতক হেলালকে গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিশ্বনাথ সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের মৃত: জহুর আলীর পুত্র হেলাল মিয়া তার স্ত্রী দু’সন্তানের জননী লুবনা বেগমকে গলায় ছুরি দিয়ে খুন করে। প্রায় ১০ বছর পূর্বে উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের মরহুম জহুর আলীর পুত্র হেলাল মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত ওয়াহিদ আলীর মেয়ে লুবনা বেগম। হেলাল-লুবনার দাম্পত্য জীবনে আল আমিন নামের ৯ বছরের এক পুত্র সন্তান ও নাজিফা বেগম নামের সাড়ে ৩ বছরের এক কন্যা সন্তান রয়েছে। নিহত লুবনার লাশের ময়না তদন্ত শেষে গতকাল শনিবার বিকেল ২টায় নিহতের পিতার বাড়ি উপজেলার দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়েছে।

Exit mobile version