Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিয়ানীবাজারগামী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ঢাকা থেকে রাত ১১ টায় ছেড়ে আসা বিয়ানীবাজারগামী শ্যামলী পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

বুধবার (দিবাগত রাত পৌণে ১টায় নারায়ণগঞ্জ জেলার ভূলতা রূপগঞ্জ বাজারে কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের ভূলতা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, বিয়ানীবাজারের শ্রীধরা গ্রামের দেলওয়ার হোসেন, বড়লেখার সাংবাদিক সুলতান আহমদ খলিল ও ব্যবসায়ী রেজাউল করিম, গোয়ালাবাড়ির আব্দুল গফুর, কুলাউড়ার ছালেখ উদ্দিন। ঘটনাস্থলে নিহত ২ জন এবং অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে নায়ারণগঞ্জ জেলা পুলিশ ও ভূলতা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে। পুলিশ পৌঁছার আগে স্থানীয়রা দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে প্রেরণ করেন।

বিয়ানীবাজার শ্যামলী পরিহনের (এনআর) ম্যানেজার মানিক উদ্দিন বলেন, শ্যামলী পরিবহনের (গাড়ী নং ১৪০৫) বাস ঢাকা থেকে বিয়ানীবাজার আসার পথে দুর্ঘটনায় পড়ে। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসটিকে চাপা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হন।

Exit mobile version