Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভূমিকম্প প্রবণ অঞ্চলে নিরাপদ স্থাপনা নির্মাণে জগন্নাথপুরে বিএসআরএম এর কর্মশালা

স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ ষ্টীল রি-রোলিং মিলস লিমিটিডে (বিএসআরএম) এর উদ্যোগে জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্টের আলী কমিউনিটি সেন্টারে মঙ্গলবার রাতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অফিসার সেলস গোলাম আহাদের সভাপতিত্বে কর্মশালা বক্তব্য রাখেন, সিলেট বিভাগের সেলস অফিসার মৃত্যুঞ্জয় চাকলাদার, প্রকৌশলী রকিবুল হাসান, মার্কেটিং অফিসার কামরুল হাসান, বিএসআরএম কর্তৃক উৎপাদিত রডের জগন্নাথপুরের পরিবেশক শাহজালাল এন্ড জাকারিয়া এন্টার প্রাইজের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব জামাল মিয়া তালুকদার, এ আলী ট্রেডার্সের পক্ষে সফিক মিয়া, জগন্নাথপুর পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী,স্থাপনা আর্কিটেক্ট এর প্রকৌশলী প্রনয় কান্তি রায় প্রমুখ সভায় বিএসআরএম কর্তৃক উৎপাদিত ভূমিকম্প সহনীয় রড আলটিমা এর গুননত মানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে বাসা বাড়ি ইমরাত নির্মাণে সরকার অনুমোদিত সঠিক মানের রড ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সাংবাদিক, রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ,ব্যবসায়ী, ঠিকাদার,রাজমিস্ত্রি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় জগন্নাথপুরের পরিবেশক জামাল মিয়া তালুকদার বলেন, অনেকেই রড সিমেন্ট ক্রয় করতে চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যান। কিন্তুু পরিবেশক হিসেবে জগন্নাথপুরেই আমরা চট্রগ্রামের দামে রড,সিমেন্টসহ নির্মাণ সামগ্রী বিক্রয় করে থাকি। পরে এক র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে অতিথিরা র‌্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে নৈশ্য ভোজ অনুষ্টিত হয়।

Exit mobile version