Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মন্ত্রী এম এ মান্নান চীন যাচ্ছেন বৃহস্পতিবার

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সংসদের সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান
চীনের রাজধানী বেইজিংয়ে এআইআইবি ব্যাংকের দুইদিনব্যাপী কনফারেন্সে যোগ দিতে বৃহস্পতিবার চীন যাচ্ছেন। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি। আগামীকাল বৃহস্পতিবার এমএ মান্নানসহ প্রতিনিধি দলের ৪ সদস্য বেইজিংয়ের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
গণচীনের উদ্যোগে প্রতিষ্ঠিত এশিয়ান ইনফ্রাস্টষ্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) লিমিটেডের ৫৭ সদস্যের এক সদস্য বাংলাদেশ। এই ব্যাংক এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংকের মতোই অবকাঠামো উন্নয়নখাতে ঋণদান করবে এই ব্যাংক।
২৫ ও ২৬ জুন বেইজিংয়ে অনুষ্ঠিত ব্যাংকের সম্মেলনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন তাঁর রাজনৈতিক সচিব আবুল হাসনাত। ২ ও ৩ জুলাই অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের নির্বচনী এলাকা দক্ষিন সুনামগঞ্জ ও জগন্নাথপুরে পৃথক কর্মসূচী রয়েছে বলেও মন্ত্রীর এপিএস আবুল হাসনাত জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান।

Exit mobile version