Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মাদক ব্যবসায়ীকে না পেয়ে তার ভাইকে ধরে নিয়ে গেল পুলিশ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে মাদক ব্যবসায়ীকে না পেয়ে পুলিশ তার কৃষক ভাইকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় পুলিশের ভূমিকায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ববপুর গ্রামের মাদক ব্যবসায়ী লেবু মিয়াকে গ্রেফতারে বুধবার রাতে পুলিশ অভিযানে যায়। সেখানে লেবু মিয়াকে না পেয়ে তার ঘর থেকে পুলিশ তিন বস্তা ভারতীয় নাসিরবিড়ি উদ্ধার করে পাশের ঘর থেকে তার ভাই কৃষক জিতু মিয়া (৪০)কে গ্রেফতার করে নিয়ে আসে। জিতু মিয়া কোন ধরনের মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত না থাকায় তাকে গ্রেফতারে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, জিতু মিয়া প্রবাস থেকে দেশে এসে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করছেন। তবে তার ভাই লেবু মিয়া মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। জিতু ও লেবু মিয়ার পারিবারিকবাবে আলাদা আলাদা বসবাস করছেন। মাদকবিরোধী অভিযানে নেতৃত্বে থাকা জগন্নাথপুর থানার এ.এস.আই শাহ জামাল জানান,আমরা মাদক ব্যবসায়ীকে তাকে চিনি না। অভিযান চালিয়ে নাসিরবিড়িসহ তাকে গ্রেফতার করেছি। এলাকার তরুণ সমাজকমী আজমল হোসেন মিঠু জানান,আটককৃত জিতু এলাকাবাসীর কাছে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত কোন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত নয়। একথা পুলিশকে এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হলেও পুলিশ তাকে আটক করে রেখেছে যা বেআইনি ও দুঃখজনক।

Exit mobile version