Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মামারা কুপিয়ে হত্যা করল ভাগ্নেকে

জগন্নাথপুর২৪ ডেস্ক:: কক্সবাজার সদরে বসত-বাড়ির সীমানা বিরোধের জেরে ভাগ্নেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তিন মামার বিরুদ্ধে।

সোমবার ভারুয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি খন্দকার ফরিদউদ্দিন।

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলেও জানান ওসি।

নিহত আব্দুর রহমান (৪০) ওই এলাকার আব্দুর গফুরের ছেলে।

আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয় ও নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি ফরিদউদ্দিন বলেন, বসত-বাড়ীর সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে আপন মামাদের সঙ্গে আব্দুর রহমানের পরিবারে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের পরিবারের লোকজনের সঙ্গে মামাদের পরিবারের ঝগড়াঝাটি লেগে থাকে।

“সোমবার দুপুরে দুই পরিবারের সদস্যদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে রহমানের মামা আলী আহমদ, আহমদ উল্লাহ ও আলী হোসেনসহ আরও কয়েকজন আব্দুর রহমানকে টেনেহিঁছড়ে নিয়ে গিয়ে লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।”

এ সময় তাকে উদ্ধারে স্বজনরা এগিয়ে গেলে তাদের উপরও হামলায় চালালে তিনজন আহত হন বলে ওসি জানান।

“গুরুতর আহত আব্দুর রহমানকে উদ্ধার করে স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

Exit mobile version