Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মার্চের মধ্যে জামায়াত নিষিদ্ধের বিষয়টি চূড়ান্ত ফয়সালা হবে-মাহাবুব উল আলম হানিফ

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জামায়াতের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতের রাজনীতি হাইকোর্ট ইতোমধ্যে নিষিদ্ধ করেছে। তাদের নিবন্ধন বাতিল করেছে। বিষয়টি এখন আপিল বিভাগে আছে। আইনি প্রক্রিয়া শেষে আশা করি মার্চের মধ্যে জামায়াত নিষিদ্ধের বিষয়টি চূড়ান্ত ফয়সালা হবে।
ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে জামায়াতের ডাকা হরতাল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
হরতালের বিষয়ে হানিফ বলেন, কোথাও হরতালের প্রভাব পড়েনি। জনজীবন স্বাভাবিক আছে। রাস্তায় যানবাহন চলছে। জামায়াতের হরতালে জনগণ সাড়া দেয়নি।
উল্লেখ্য, গতকাল বুধবার যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের রিভিউ খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াত।

Exit mobile version