Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মিরপুরে আজ ভোট গ্রহণ, প্রস্তুত প্রশাসন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হবে।প্রায় দেড় মাস ব্যাপি প্রচার প্রচারণা শেষে এখন চলছে ভোটের হিসেবে নিকেশ।
নির্বাচন কার্যালয় থেকে প্রতিটি কেন্দ্রে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।  সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটানা ভোট প্রদানের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মীরপুর ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৩৯০ পুরুষ ভোটার ৭৩০৫ নারী ভোটার ৭ হাজার ৮৫ জন। ১০টি কেন্দ্রে বুথ রয়েছে ৪৩টি।  প্রিসাইটিং কর্মকর্তা ১০জন ৪৩ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা,৮৬ জন পুলিং কর্মকর্তা, মোবাইল ফোর্স ১০টি,স্টাইকিং ফোর্স২টি সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।এছাড়াও প্রতিটি কেন্দ্রে ৩জন পুলিশ সদস্য ও ৬জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সম্পাদক ৪৬ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফের ডটকমকে বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্নের লক্ষ্যে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। আশা করছি শান্তিপূর্ণ ভোট গ্রহণের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।

Exit mobile version