Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রমজান মাসে সিএনজি ষ্টেশন প্রতিদিন ৬ ঘন্টা বন্ধ থাকবে

জগন্নাথপুর২৪ ডেস্ক:: পবিত্র রমজান মাসে সারা দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে  প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ৬ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকবে। ফলে ওই সময় সিএনজি চালিত গাড়িগুলো গ্যাস নিতে পারবে না।

আজ বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় বিদ্যুৎ ব্যবহারকারীদের সাশ্রয়ী হওয়ার প্রতি আহ্বান জানানো হয়। এই মাসে পিক আওয়ারে বিদ্যুৎ খরচ হয় এমন যন্ত্রপাতি ব্যবহার না করা, অতিরিক্ত বাতির ব্যবহার বন্ধ রাখা, শীতাতপ যন্ত্র ব্যবহার সীমিত রাখার ওপর জোর দেওয়া হয়। সভায় বলা হয়, ইফতার, সাহরি ও তারাবির নামাজের সময় লোডশেডিং হবে না।

সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মানসুর মো. ফয়জুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রথম আলো।

 

Exit mobile version