1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

রেজিস্ট্রি ফি বাড়ছে তাই, জগন্নাথপুরে জমি কেনাবেচার হিড়িক

  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় একদিনে দলিল রেজিস্ট্রার হয়েছে ৮৭টি। যা গত এক বছরের কেনাবেচার সর্বোচ্ছ রেকর্ড । জুলাই মাস থেকে জমিকেনায় রেজিস্ট্রি ফি বাড়ছে এমন খবরে জমি কেনা বেচার হিড়িক পড়ে । মঙ্গলবার (২৪ জুন) ও রোববার (২৯ জুন) এই দুই দিনে ১৭২টি দলিল রেজিস্ট্রার সম্পাদন হয়।

এলাকাবাসী ও জগন্নাথপুর উপজেলা সাবরেজিস্টার কার্যালয় সূত্র জানায়, জুলাই মাস থেকে দলিল কেনায় ফি বাড়বে এবং রেজিস্ট্রি প্রক্রিয়ার জটিলতা বাড়তে পারে এমন খবরে অনেক তাড়াহুড়ো করে জমির দলিল রেজিস্ট্রার করেছেন। রোববার জুন মাসের শেষ রেজিস্ট্রি হিসেবে সকাল থেকে জগন্নাথপুর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে ক্রেতা বিক্রেতার ভিড় দেখা যায়। রাত ১০ টা পর্যন্ত দলিল রেজিস্ট্রি হতে দেখা যায়। এ উপজেলায় সাবরেজিস্টার পদ শুন্য থাকায় একজন সাবরেজিস্টার কে জেলার তিন উপজেলায় দায়িত্ব পালন করতে হচ্ছে। যারপ্রেক্ষিতে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার জগন্নাথপুর উপজেলায় দলিল রেজিষ্ট্রি হয়ে থাকে। জুন মাসের মাঝামাঝি সময়ে জুলাই থেকে দলিল রেজিস্ট্রি ফি বাড়ছে এমন খবর ছড়িয়ে পড়ে। এতে মঙ্গলবার ৮৪ টি দলিল রেজিস্ট্রার হয়েছে। আগামী মঙ্গলবার ১ জুলাই হওয়াতে ক্রেতা বিক্রেতার চাপে রোববার এসে দলিল রেজিস্ট্রারের দাপ্তরিক কাজ করতে হয় সাবরেজিস্টার সাইফুল আলমকে।

 

জগন্নাথপুর উপজেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ দ্বীপক কুমার দে জানান, নতুন অর্থ বছর জুলাই মাস থেকে জমি কেনাবেচার ফিস বাড়বে এমন খবর ক্রেতা বিক্রেতার মধ্যে ছড়িয়ে পড়ে। এতে ক্রেতা বিক্রেতার মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়। তাদের আগ্রহে জগন্নাথপুরে গত দুই দিনে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত দলিল রেজিস্ট্রার হয়েছে।

 

জগন্নাথপুর উপজেলা সাবরেজিস্টার সাইফুল আলম জানান, জুলাই মাস থেকে উৎস কর বাড়ছে তাই দলিল রেজিস্ট্রি ফি বাড়বে। ক্রেতা বিক্রেতার সুবিধা ও চাপে আমি রোববারও জগন্নাথপুরে দায়িত্ব পালন করেছি। তিনি জানান, অর্থ বছরের শেষ দিনে জগন্নাথপুরে এ বছরের সর্বোচ্চ দলিল রেজিস্ট্রার হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com