Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লক্ষ্যভ্রষ্ট গুলি কেড়ে নিল দোকানির প্রাণ

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: যশোর শহরে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে টিপু সুলতান (২২) নামে এক দোকানি নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় সোহেল ওরফে ট্যাবলেট সোহেল নামে এক ‘সন্ত্রাসী’কে লক্ষ্য করে গুলি ছোড়ে প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে টিপুর বুকে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত টিপু সুলতান শহরের টিবি ক্লিনিক মোড়ের মোহাম্মদ আলীর ছেলে। তিনি সিঙাড়া-পুরির দোকানদারি করতেন। এই ঘটনার পর গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
রিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে র‌্যাবের টহল।
নিহত টিপুর মা ডালিম খাতুন জানান, প্রতিদিনের মতো আজ সকালেও দোকানদারি করছিলেন টিপু। এ সময় দোকানে বসে ছিলেন সন্ত্রাসী হিসেবে পরিচিত সোহেল ওরফে ট্যাবলেট সোহেল। তখন দুটি মোটরসাইকেলযোগে কয়েকজন সন্ত্রাসী এসে সোহেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে টিপুর বুকে বিদ্ধ হয়। এই সুযোগে পালিয়ে যান সোহেল। সন্ত্রাসীরাও আবার একই মোটরসাইকেলে চেপে ষষ্ঠিতলাপাড়ার দিকে চলে যায়। এরপর স্থানীয়রা টিপুকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক কল্লোলকুমার সাহা জানান, হাসপাতালে আনার আগেই টিপুর মৃত্যু হয়েছে। তার পরিবারের ভাষ্যমতে, টিপুর বুকে গুলিবিদ্ধ হয়েছে।
প্রত্যক্ষদর্শী একাধিক নারী জানান, বেলা ১১টার দিকে টিপুর দোকানে বসে থাকা ট্যাবলেট সোহেলকে খুন করতে দুটি মোটরসাইকেলে চেপে টিবি ক্লিনিক এলাকায় গিয়েছিল দুর্ধষ সন্ত্রাসী শুভ, শিশির, ইয়াসিনসহ পাঁচজন। তারা গুলিও ছোড়ে। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়ে দোকানি টিপুর বুকে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই মারা যান টিপু।
ঘটনা শুনে কোতয়ালী থানার ইন্সপেক্টর আলমগীর হোসেন টিবি ক্লিনিক এলাকায় যান। তিনি সেখান থেকে গুলির খোসা উদ্ধার করেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার জানান, একদল সন্ত্রাসী আরেক সন্ত্রাসীকে মারতে গিয়েছিল। ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে টিপু নামের এক নিরীহ দোকানি মারা গেছেন।
[এমকে]

Exit mobile version