Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লন্ডনে বিজয়ফুল কর্মসূচির উদ্বোধন

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:-যুক্তরাজ্যের লন্ডনে বিজয়ফুল কর্মসূচির উদ্বোধন হয়েছে। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে্য একটি ফুলকে বাঁচানোর জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিপাগল মানুষ বাঙালি । ২০০৭ সালে সেই ফুলকে বিকশিত করতে লন্ডনে শুরু হয় বিজয়ফুল কর্মসূচি। প্রতি বছরের মত এবারো পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার চত্বরে এ বছরের কর্মসূচি উদ্বোধন করা হয়। ৩০ নভেম্বর লন্ডন সময় সন্ধ্যা ছয়টা এক মিনিটে মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিজয়ফুল কর্মসূচি ২০১৫। তাঁরা শহীদ মিনারে বিজয়ফুলের একটি রেফ্লিকা অর্পণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। বিজয়ফুল বুকে ধারনের পরে উপস্থিত সবাই জাতীয় সঙ্গীত গান।
লন্ডনে বিজয়ফুল কর্মসূচির উদ্বোধন এসময় স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা লোকমান হোসেন। এরপর শিশু কিশোরদের কর্মশালা, কবিতা পাঠসহ পরিবেশিত হয় মুক্তিযুদ্ধের গান। কবি ইকবাল হোসেন বুলবুলের পরিচালনায় কবিতা আবৃত্তি করেন, নূপুর, স্মৃতি আজাদ, মোহাম্মদ আব্দুল্লাহ, নজরুল ইসলাম, সামসুল জাকি স্বপন এবং মুক্তিযুদ্ধের চিঠি পাঠ করে শুনান আরফুমান চৌধুরী। মুক্তিযুদ্ধ ও দেশের গান পরিবেশন করেন, তন্নি, আলাউর রহমান এবং দিলু।

Exit mobile version