Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লিবিয়ায় আট বাংলাদেশীকে জিম্মি:মুক্তিপণের টাকা নিতে এসে দুইজন গ্রেফতার

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
লিবিয়ায় আট বাংলাদেশীকে জিম্মি করে নির্যাতনের পর মুক্তিপনের টাকা নিতে এসে লক্ষ্মীপুর সদর উপজেলার চরমনসা এলাকা থেকে মানবপাচার চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে চরমনসা এলাকার রিপন হোসেন ও নয়ন আক্তার।

পুলিশ জানায়, সম্প্রতি মাদারীপুরের শিবচর এলাকার রবিউল ইসলাম ও ফাহিম হোসেনসহ আট বাংলাদেশীকে চাকুরী দেয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে চাকুরী না দিয়ে উল্টো জিম্মি করে মুক্তিপনের জন্য নির্যাতন চালায় মানবপাচারকারী দলের সদস্যরা। এরপর জিম্মি হওয়া বাংলাদেশী নাগরিকদের পরিবারের কাছে মুক্তিপনের টাকার জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে মানবপাচার চক্রের সদস্যরা।
এ ঘটনায় শিবচর থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্থতরা। পরবর্তীতে অগ্রনী ব্যাংক লক্ষ্মীপুর শাখায় একটি একাউন্টে ওই মুক্তিপণের টাকা জমা দিলে জিম্মিদের মুক্তি দেয়ার আশ^াস দেয় মানবপাচারকারী দলের সদস্যরা। দাবীকৃত মুক্তিপণের মধ্যে ১ লাখ টাকা ওই অ্যাকাউন্টে জমা দেয়া হয়। বৃহস্পতিবার সকালে ব্যাংক থেকে ওই টাকা তুলতে আসলে পুলিশ মানবপাচারকারী দলের সদস্য রিপন হোসেন ও নারী নয়ন আক্তারকে হাতেনাতে গ্রেফতার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মানবপাচার আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আটককৃতদের শিবচর থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আরো যারা জড়িত রয়েছে, তাদেরকেও গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version