Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শাল্লায় দুর্নীতিগ্রস্ত শিক্ষা কর্মকর্তা ফেরদৌসকে বদলী

জগন্নাথপুর২৪ ডেস্ক ::
নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠার পর শাল্লা উপজেলা থেকে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌসকে বদলী করা হয়েছে। শাল্লা থেকে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় বদলী করা হয়েছে তাকে।
সোমবার প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে বদলীর এই আদেশ জারি করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের একাধিক সূত্র। মোহাম্মদ ফেরদৌসের বদলীর আদেশটি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে ইমেইলে
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইমেইলে পাঠানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন,‘ আমি অফিসের কাজে ঢাকায় আছি। শুনেছি শাল্লা উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌসকে ময়মনসিংহের ফুলপুরে বদলী করা হয়েছে। সুনামগঞ্জে এসে বিষয়টি দেখব।’
প্রসঙ্গত, শাল্লা উপজেলা থেকে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাত, বদলী বাণিজ্যসহ নানা অভিযোগ রয়েছে। শিক্ষকদের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর সুনামগঞ্জ থেকে অন্য জেলায় বদলীর জন্য অনুরোধ করেন সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা।

Exit mobile version