Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শাল্লায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেলোয়ার রহমান দিলু : শাল্লা (সুনামগঞ্জ) থেকে : শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ কর্মসূচীর আওতায় পল্লী মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে, উপজেলা গণমিলণায়তনে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম আসিফ বিন ইকরামের সভাপতিত্বে জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা (জেছিস) এর ট্রেনিং অফিসার মোঃ নূরুল আলমের সঞ্চলনায় ১৩ ফেব্রুয়ারী শনিবার বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন শাল্লা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আপ্তাব উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার দীন মোহাম্মদ, শাল্লা থানা অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমান, শাল্লা ইউ/পি চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী, হবিবপুর ইউ/পি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন পল্লী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রীনা বিশ্বাস। বক্তব্য রাখেন পল্লী মহিলা উন্নয়ন সংস্থার সমন্বয়কারী মোঃ নজরুল ইসলাম ও স্থানীয় প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তাগণ শিশুর প্রতি সহিংসতা রোধে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করণের লক্ষ্যে সর্বস্তরের লোকজনকে এগিয়ে আসার আহবান জানিয়ে বাল্যবিবাহের কুফল ও প্রতিরোধ বিষয়ে জোড়ালো বক্তব্য প্রদান করেন।

Exit mobile version