Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সত্যের জলচিত্র || আব্দুল মতিন

সত্যের জলচিত্র || আব্দুল মতিন

একদিন সত্যের জলচিত্রে জেগে থাকবে পূর্ণিমার চাঁদ,মানবহীন গ্রহে উল্লাস করবে বেঁচে থাকা শকুন,কুকুর,শিয়ালের সাধ ।

শোভিত সবুজ বনানীতে ,নৈঃশব্দে মিশে যাবে হরবোলার জ্বালা,বালিকা ঝর্ণার নিনাদে ছাপা হবে পৃথিবীর শ্রেষ্ট কবিতা। 

 
ভালবাসার ফুলে জন্ম নিবে নিশুতি দেয়ালা,
প্রকাণ্ড বটবৃক্ষের ছায়ায় বাঁদুরেরা জারি করবে নতুন ফরমান । 

হয়তো,হাঙরে ভরে উঠবে নতুন সমাজ,গিলে খাবে ক্ষেপণাস্ত্র,মিসাইল,কামান,দাবানলে পুড়বে মানব সভ্যতার ইতিহাস।


সকল অভিসারের স্থানগুলো ভরে যাবে শৈবালের আকুতিতে,বরফের জীবাণুরা বাস করবে ফেলে যাওয়া অট্টালিকা,গণকবরে।

শাদা পরীর ঘুম ভাঙবে মনভাঙ্গা মেঘের শব্দে,
দিগন্তে ছুটবে এক ঝাঁক স্বাধীন পাখি,কেউ দেখবেনা,কেউ শুনবেনা কলতান।

একদিন সত্যের জলচিত্রে জেগে থাকবে পূর্ণিমার চাঁদ,মানবহীন গ্রহে উল্লাস করবে বেঁচে থাকা শকুন,কুকুর,শিয়ালের সাধ ।

Exit mobile version