1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণ করা হবে-তথ্যমন্ত্রী

  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমানে প্রচলিত কোনো আইন বা নীতিমালায় সাংবাদিকতার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতার কোনো মানদণ্ড নেই। তবে বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন-১৯৭৪ সংশোধনপূর্বক সাংবাদিকতার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতার বিষয়টি অন্তর্ভুক্ত করা যায় কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।
রোববার জাতীয় সংসদে মীর মোস্তাক আহমেদ রবির এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বর্তমানে অনেক সাংবাদিক প্রাতিষ্ঠানিকভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত ও পেশার প্রতি দায়বদ্ধ বলেও জানান তিনি।
মো. নুরুল ইসলাম ওমরের অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে অনলাইন গণমাধ্যম সম্পর্কিত কোনো নীতিমালা নেই। নীতিমালা না থাকায় অনলাইনে প্রকাশিত কোনো পত্রিকা, টিভি চ্যানেল ও রেডিও চালু করার ক্ষেত্রে নিবন্ধনের বাধ্যবাধকতা সৃষ্টি করা সম্ভব হয়নি। যে কারণে অনলাইনে প্রকাশিত কোনো পত্রিকা, টিভি চ্যানেল ও রেডিওর সঠিক পরিসংখ্যান তথ্য মন্ত্রণালয়ে নেই।
তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী অনলাইনভিত্তিক গণমাধ্যমের জন্য ‘অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৫’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। নীতিমালা প্রণয়ন কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনলাইন নীতিমালা হলে এ সংক্রান্ত পত্রিকা, টিভি চ্যানেল ও রেডিওর জন্য নিবন্ধন ব্যবস্থা চালু করা সম্ভব হবে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com