Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সাংবাদিক রোজিনার হেনস্তার প্রতিবাদে মানববন্ধন করেছে লন্ডন বাংলা প্রেসক্লাব

মুহাম্মদ শাহেদ রাহমান ( লন্ডন ) যুক্তরাজ্য :

বাংলাদেশে সাংবাদিক রোজিনার হেনস্তার প্রতিবাদে পূর্ব লন্ডনে মানববন্ধন করেছে লন্ডন বাংলা প্রেসক্লাব।

বুধবার (১৯ মে ২০২১) লন্ডন সময় বিকেল ৪টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে বাংলাদেশে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সমাবেশ পর্বে প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হোক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশ থেকে রোজিনা ইসলামের অচিরেই নিঃশর্ত মুক্তি ও গ্রেফতারকৃত আইনটি বাতিল এবং দেশে সংবাদকর্মীদের নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

ব্রিটেনে বাংলা মিডিয়াতে কর্মরত সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশে বক্তারা -সাংবাদিক রোজিনার নি:শর্ত মুক্তি ও অফিস সিক্রেট এ্যাক্ট ১৯২৩ বাতিলের জোড় দাবী জানান।

এসময় উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মহিব চৌধুরী, সাবেক সভাপতি সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ বেলাল আহমেদ, বিবিসি বাংলার সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, সত্যবাণীর সৈয়দ আনাস পাশা , ভয়েস অব আমেরিকার প্রযোজক শামীমা আহমেদ, উপস্থাপিকা উর্মি মাজহার, সাংবাদিক বুলবুল হাসান, কাউন্সিলার সায়মা আহমেদ, সাংবাদিক আ স ম মাসুম, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, লেখিকা ড. রেনু লুতফা, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কমিউনিকশন অফিসার সৈয়দ মনসুর আহমেদ, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, দর্পন সম্পাদক রহমত আলী, সাংবাদিক হামিদ মোহাম্মদ, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, সাংবাদিক তানবীর আহমদ, সাংবাদিক কামাল মেহেদী, সাংবাদিক জাহেদী ক্যারল ও সাংবাদিক মোস্তাক বাবুল প্রমুখ।

Exit mobile version