Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সাতটি কলেজ সরকারিকরণের মাধ্যমে উপজেলা ভিত্তিক কলেজ সরকারি করণের কাজ শুরু

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::প্রতি উপজেলায় একটি করে মাধ্যমিক স্কুল ও কলেজ জাতীয়করণের আওতায় ফরিদপুরের দু’টি, ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ, খুলনা ও মাদারীপুরের একটি করে কলেজ সরকারিকরণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই তালিকায় সিলেট বিভাগের কোন শিক্ষা প্রতিষ্ঠানের নাম নেই। শিক্ষামন্ত্রী,অর্থমন্ত্রী ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর মতো সিলেটের মন্ত্রী থাকার পরও সিলেট বিভাগের কোন শিক্ষাপ্রতিষ্ঠান জাতিয়করণ না হওয়ায় শিক্ষা সংশ্লিষ্ট সিলেটবাসী হতাশ।
শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ শাখা থেকে সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার রাজৈর ডিগ্রি কলেজ ৩০ মার্চ থেকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ ২৭ মার্চ থেকে, ঢাকার পল্লবীর বঙ্গবন্ধু কলেজ ২৪ মার্চ থেকে, খুলনার কয়রা উপজেলার কয়লা মহিলা কলেজ ৩০ মার্চ থেকে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর কলেজ ২৭ মার্চ থেকে জাতীয়করণ করার আদেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কাজী মাহবুব উল্লাহ (কেএম) কলেজ ৩০ মার্চ থেকে এবং আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ ০৬ এপ্রিল থেকে জাতীয়করণ হবে।

কলেজের আত্মীকৃত শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুয়ায়ি পর্যায়ক্রমে উপজেলা ভিত্তিক কলেজ জাতিয়করনের কাজ চলছে।

Exit mobile version