Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিনেমা হলে মোবাইল ফোনের আলো জ্বালানোকে কেন্দ্র করে কিশোর খুন

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
জামালপুরে সিনেমা হলে মোবাইল ফোনের আলো জ্বালানো নিয়ে বাকবিতণ্ডার জেরে এক কিশোরকে ছুরি মেরে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, শহরের মনোয়ার প্রেক্ষাগৃহের সামনে রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মমিনুল ইসলাম জিসান শহরের মুসলিমাবাদ এলাকার মজিবর রহমানের ছেলে। সে জামালপুর সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল এবং ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল বলে পুলিশের ভাষ্য।

পরিদর্শক রাশেদুল বলেন, জিসান কয়েকজন বন্ধুকে নিয়ে রোববার রাতে মনোয়ার সিনেমা হলে যায়। হলের ভেতরে মোবাইল ফোনের আলো জ্বালানো নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

“সিনেমা হল থেকে বের হওয়ার পর ওই যুবকেরা জিসানকে আটক করে মারধর শুরু করে। এক পর্যায়ে জিসানের পেটে ছুরি মেরে তারা পালিয়ে যায়।”

পরে স্থানীয়রা জিসানকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয় বলে রাশেদুল জানান।

তিনি বলেন, পুলিশ এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Exit mobile version