Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিরিয়ায় রক্তক্ষয়ী হামলায় নিহত ২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::দক্ষিণ সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি শহরে সরকারি বাহিনীর মুহুর্মুহু হামলায় অন্তত ২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলটির বাসিন্দারা বৃহস্পতিবার সাম্প্রতিক সময়ের সবচেয়ে রক্তক্ষয়ী দিন পার করেছেন।

রাশিয়ার সহায়তায় সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনী গত এক সপ্তাহ ধরে দক্ষিণের শহরটিতে বিমান হামলা, রকেট নিক্ষেপ ও তাজা ব্যারেল বোমার হামলা চালিয়ে আসছে।

জাতিসংঘ জানিয়েছে, এতে প্রায় ৪৫ হাজার বেসামরিক নাগরিক নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। বাকিরাও ভূগর্ভস্থ কক্ষে গা ঘেঁষাঘেঁষি করে অপেক্ষায় আছেন, কখন অভিযান থামে।

রাশিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের অধিকাংশই আল মেসেইফ্রা শহরের। গত ১৯ জুন থেকে সংঘাত বেড়ে যাওয়ার পর নিহতের সংখ্যায় এটিই সর্বোচ্চ।
অবজারভেটরির পরিচালক রামি আবদেল রাহমান বলেন, ঘনবসতিপূর্ণ শহরে তীব্রতর বোমাবর্ষণ করা হয়েছিল।

নিহতদের মধ্যে ১৭ জন একটি ভূগর্ভস্থ কক্ষে আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে।
ব্রিটেনভিত্তিক সংস্থাটি জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত দারা অঞ্চলে পাঁচ বেসামরিক লোক নিহত হন। ১৯ জুন থেকে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ জনে।

Exit mobile version