1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম:
‘চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা’ জগন্নাথপুরে টিকটক নিয়ে বাকবিতন্ডায় যুবক নিহত, মূলহোতা টিকটকার গ্রেপ্তার মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে: অর্থ উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্রকে এখনই স্বীকৃতি দেওয়া প্রতিকূল হতে পারে : ইতালির প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে ভয়াবহ হুমকি হতে পারে এআই : সিইসি অভিবাদন জানাবার ইসলামি পদ্ধতি নতুন গানে মাতাবেন জগন্নাথপুরে সুরকন্যা বিথী জগন্নাথপুরে জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে সংঘর্ষ, আহত ৩০ জগন্নাথপুরে টিকটক নিয়ে বাকবিতন্ডার জেরে যুবক নিহত মুজিববাদ এ দেশে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না:নাহিদ আহমদ

সিরিয়ায় শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিদ্রোহীদের কাছে পরাজিত হয়েছেন সিরিয়ার কর্তৃত্ববাদী শাসক বাশার আল আসাদ। তার পতনের পর দেশটিতে সরকার গঠনের চেষ্টা করছে বিদ্রোহীরা। তবে সরকারহীনতার সুযোগ নিয়েছে দখলদার প্রতিবেশি ইসরায়েল। সরকার পতন ও নতুন সরকার গঠনে প্রস্তুতির এমন সন্ধিক্ষণেই সিরিয়াজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইহুদি সেনারা। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান রাজধানী দামেস্কসহ সারা দেশে কয়েক ডজন হামলা চালিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, সামরিক লক্ষ্যবস্তুতে ১০০টির বেশি হামলা হয়েছে।

এসওএইচআর বলেছে, সিরিয়ায় গত দুই দিনে শত শত ইসরায়েলি বিমান হামলা হয়েছে। এসবের মধ্যে দামেস্কের একটি স্থাপনা রয়েছে, যা ইরানি বিজ্ঞানীরা রকেট তৈরির জন্য ব্যবহার করেছেন বলে জানা গেছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, আসাদ সরকারের পতনের পর ‘চরমপন্থিদের হাতে’ অস্ত্র যাওয়া বন্ধ করতে অভিযান চালাচ্ছে তারা।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, হামলায় রাসায়নিক অস্ত্র উৎপাদনের সঙ্গে যুক্ত একটি গবেষণা কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সিরিয়ার কোথায় বা কতগুলো রাসায়নিক অস্ত্র রয়েছে তা জানা যায়নি, তবে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ এই ধরনের অস্ত্রের মজুদ রেখেছিলেন এবং তিনি যে ঘোষণা দিয়েছিলেন, তা অসম্পূর্ণ ছিল বলে মনে করা হয়।

এদিকে সিরিয়ায় সরকারহীনতার সুযোগ নিয়ে গোলান মালভূমি দখল করে নিয়েছে ইসরায়েল। ১৯৭৪ সালে ওই মালভূমি নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে চুক্তি হয়েছিল। কিন্তু গত রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি ইসরায়েল ডিফেন্স ফোর্সকে (আইডিএফ) গোলানের সিরিয়ার অংশে প্রবেশের নির্দেশ দিয়েছেন।

তার বক্তব্য, কোনো শত্রু শক্তিকে আমরা নিজেদের সীমান্তে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে দেব না। সিরিয়ার সঙ্গে গোলান নিয়ে যে চুক্তি হয়েছিল, তা সেখানকার সরকার পতনের সঙ্গে সঙ্গেই ভেঙে গেছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটির পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠক করেছে।
সৌজন্যে সমকাল

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com