জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) বিকেলে কাষ্টঘর সুইপার কলোনিতে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্য ও নগদ টাকা জব্দ করা হয়।
রবিবার (১৩ জুলাই) সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, অভিযানে মাদকদ্রব্য হেফাজতে রাখা, বিক্রি ও মাদক বিক্রির নগদ অর্থসহ ২৫ জনকে আটক করা হয়। এ সময় ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৯০ পুড়িয়া গাঁজা, ১৫৮ লিটার দেশীয় চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ৫৭ হাজার টাকা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সূত্র-খবরের কাগজ