Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেট-ঢাকা মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহি ৪টি বাসে ডাকাতি

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: হবিগঞ্জের বাহুবলে সিলেট-ঢাকা মহাসড়কে গাছ ফেলে গণ যাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌণে ১টার দিকে বাহুবলের কামাইছড়া ও রশিদপুর এলাকার মধ্যবর্তী স্থানে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতরা চারটি বাস থামিয়ে যাত্রীদের সর্বস্ব লুটে নেয় বলে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বিয়ানীবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস, সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস এবং ঢাকাগামী শ্যামলী পরিবহন ও এনা পরিবহনের আরো দুইটি বাস ডাকাতির শিকার হয়।

বাসের যাত্রীরা জানান, কামাইছড়া ও রশিদপুরের মধ্যবর্তী স্থানে সড়কে গাছ ফেলে চারটি বাসের গতিরোধ করে ডাকাত দল। এরপর অস্ত্রের মূখে জিম্মি করে ডাকাতরা চারটি বাসের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে পালিয়ে যায়।

ডাকাতদের হামলায় এক যাত্রীও আহত হয়েছেন বলে জানা গেছে।

হবিগঞ্জের বাহুবল থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ দেব জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কিন্তু পুলিশ পৌঁছার আগেই আগেই ডাকাতরা পালিয়ে যায়।

Exit mobile version