Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেট-রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

 

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেটের ওসমানীনগরে এনা পরিবহনের একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন। একইভাবে রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রাইভেটকার খাদে পড়ে দুইজন নিহতের ঘটনা ঘটে।  আজ রোববার এসব দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার ওসি মামুন জানান, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। আজ রোববার রাত দেড়টার দিকে উপজেলার উনিশ মাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে রাজশাহীর বেলপুকুর থানান ওসি গোলাম মোস্তফা জানান, উপজেলার ভাঙড়া এলাকার রাজশাহী-নাটোর মহাসড়কে রোববার সকাল পৌনে ৯টার দিকে প্রাইভেটকারটি রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল।

পথে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি রাস্তার পাশে একটি খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক ও এক আরোহী নিহত হন।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামো নিমগাছী গ্রামের মোসলেমের ছেলে নিয়ামত আলী (৫৫) ও বগুড়া জেলার আদমদিঘী উপজেলার নসরতপুর গ্রামের আশরাফ সর্দারের ছেলে আব্দুল মান্নান সর্দার (৫৮)। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান ওসি।

Exit mobile version