Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেট-সুনামগঞ্জ-ছাতক সড়ক চার লেনে উন্নীতকরণের দাবি

ছাতক প্রতিনিধি ::
অধিকার আদায়ের আন্দোলন ‘জাগ্রত ছাতকবাসীর’ ব্যানারে ছাতক শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে সর্বস্তরের লোকজন এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
সিলেট-সুনামগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়ককে চার লেনে উন্নীতকরণ, ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে সকল সেতু পুনঃনির্মাণ ও প্রশস্ত করণ, সম্প্রতি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাস ও মেধাবী ছাত্র রুহুল আমিন দোলন নিহত হওয়ার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. সুফি আলম সুহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হোসেনের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী জয়নাল চৌধুরী, অ্যাড. ছায়াদুর রহমান, ব্যবসায়ী আলী আমজদ, ইলিয়াছ আলী, আবু হেনা তারেক, আলা উদ্দিন, শিক্ষক আমিনুল ইসলাম, ছাত্রনেতা শাহিন কাওসার সানি প্রমুখ।

Exit mobile version